একথা আগেই উল্লেখ করা হয়েছে যে, এই ওয়েব সাইটের মাধ্যমে আমরা বর্তমানে আমাদের সমাজে যাকাত সর্ম্পকিত যে সমস্ত উদ্যোগ ব্যক্তিগত অথবা সামাজিক পর্যায়ে পরিচালিত হচ্ছে সেগুলো তুলে ধরবো। কারণ, আমরা বিশ্বাস করি, আমাদের মত একটি বিরাট মুসলিম সমাজের কোথাও কোথাও যাকাতের মত গুরুত্বপূর্ণ ইবাদতটি সুন্দর এবং সঠিকভাবে অনুশীলিত হচ্ছে। এই কাজের মাধ্যমে আমরা ঐসব ব্যক্তি ও সামাজিক সংগঠনকে আরও উৎসাহিত করতে চাই, অন্যদেরকেও একই ধরনের উদ্যোগ গ্রহণে আগ্রহী করে তুলতে চাই, এদের মধ্যে পারস্পরিক যোগাযোগ এবং সর্বোত্তম অনুশীলন ভাগাভাগির সুযোগ সৃষ্টি করে দিতে চাই। তাই আমরা সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করবো তাঁরা যেন তাদের নিজস্ব কার্যক্রমের বর্ণনা, সংবাদ, সাফল্য- ব্যর্থতা, অর্জিত অভিজ্ঞতা ইত্যাদি আমাদের কাছে পাঠান। আমরা সেগুলো এই ওয়েব সাইটে উপস্থাপন করতে আপনাদের মধ্যে পারস্পরিক যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতে চেষ্টা করবো। প্রয়োজনে আমরা পরস্পরের সাথে সরাসরি আলাপ-আলোচনা এবং অভিজ্ঞতা বিনিময়ের ক্ষেত্র প্রস্তুত করে দিবো। আমরা মনে করি, এই সাইটের মাধ্যমে যাকাত চর্চার আরও অনেক বাস্তবসম্মত ও কার্যকর উপায় বেরিয়ে আসবে। প্রাথমিক পর্যায়ে আমরা এখানে বিভিন্ন ওয়েবসাইট এবং সংবাদ মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যসমূহ সন্নিবেশিত করেছি। আশা করি, ভবিষ্যতে এই ধরণের তথ্য সরাসরি মাঠ পর্যায় থেকে উঠে আসবে।
বেগমগঞ্জ – সোনাইমুড়ী কল্যান সমিতি এর উদ্যোগে যাকাত প্রদান
https://youtu.be/Hzp000SP4Xk