এছাড়াও আরও যেসব উপায়ে যাকাত সম্পর্কিত সামাজিক সচেতনতা বৃদ্ধি করা যায় সেসব নিয়ে নিয়মিত চিন্তা-ভাবনা এবং মতবিনিময়ের আয়োজন করে ওয়েবসাইটটিকে উত্তরোত্তর সমৃদ্ধ করার সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত থাকবে ইন-শা- আল্লাহ।
কোনো সামাজিক বিষয়ের কার্যকর বিস্তার এবং অনুশীলনের প্রয়োজনে সেই বিষয়ে পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত জনগোষ্ঠী থাকা একান্ত আবশ্যক। এভাবে প্রাচীনকাল থেকে অগণিত বিষয় সমাজে সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে এসেছে। আজকের দিনের জ্ঞান- বিজ্ঞানের সম্ভাব্য সকল বিষয়েই প্রাতিষ্ঠানিক শিক্ষা কার্যক্রম প্রচলিত আছে। কোনো বিষয়ে পর্যাপ্ত প্রশিক্ষিত জনগোষ্ঠী সৃষ্টির ক্ষেত্রে এই ব্যবস্থা অত্যন্ত কার্যকর। আমরা মনে করি, যাকাত সামাজিক লেনদেনের একটি অতীব গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয়, এর সাথে সম্পদের হিসাব-নিকাশের বিষয়টিও অঙ্গাঙ্গি ভাবে জড়িত রয়েছে। কাজেই যাকাত প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি উপযুক্ত বিষয়। উপরন্তু সমাজের পর্যাপ্ত সংখ্যক লোক যাকাতের শিক্ষা ও প্রশিক্ষণে ব্যপৃত হলে তাতে করে সমাজে যাকাত ব্যাপকভাবে অনুশীলিত হবে এবং তার সুফলও উল্লেখযোগ্য ভাবে পরিলক্ষিত হবে। এই বিষয়টি বিবেচনায় রেখে আমরা আমাদের এই ওয়েবসাইট-এর মাধ্যমে যাকাতের উপর স্বতন্ত্র পাঠ্যসূচি প্রণয়ন এবং তা বাস্তবায়নের প্রয়োজনীয় সকল প্রকার প্রচেষ্টা অব্যাহত রাখবো। আমরা আশাকরি, উৎসাহী শিক্ষাবিদগণ যাকাতের উপর স্কুল, কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ে পাঠযোগ্য প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ স্তরের পাঠ্যসূচি প্রণয়নের উদ্যোগ নিবেন এবং তা সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষাক্রমে অন্তর্ভূক্ত করতে সচেষ্ট হবেন।
নিয়মিত পাঠ্যসূচীতে অন্তর্ভূক্তির প্রচেষ্টা ছাড়াও আমরা যাকাতের উপর বিভিন্ন অন-লাইন এবং অফ-লাইন সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নিয়েছি। নিয়মিত পাঠ্যসূচীতে অন্তর্ভূক্তির প্রচেষ্টা ছাড়াও আমরা যাকাতের উপর বিভিন্ন অন-লাইন এবং অফ-লাইন সার্টিফিকেট কোর্স চালুর উদ্যোগ নিয়েছি।
অন-লাইন প্রচেষ্টার অংশ হিসাব আমাদের এই ওয়েবসাইটে যাকাতের উপর একটি সার্টিফিকেট কোর্স অন্তর্ভূক্ত করেছি, যা মাধ্যমিক স্তরের শিক্ষিত মানুষের কথা বিবেচনা রেখে প্রণীত। এটি একটি বহুনির্বাচনী প্রশ্নমালা ভিত্তিক কোর্স। এটি পাস করলে সংশ্লিষ্ট শিক্ষার্থী স্বয়ংক্রিয় ভাবে প্রণীত একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। আমরা আশা করি, বহু সংখ্যক ব্যক্তি এই কোর্সটি সম্পন্ন করতে নিজে আগ্রহী হবেন এবং অন্যদেরকেও অনুপ্রাণিত করবেন। বিশেষ করে মুসলিম তরুণ ও যুবক শ্রেণী, যারা ভবিষ্যতে যাকাত দাতা হবেন ,তারাও এই কোর্সটি সম্পন্ন করে আগামীর অপরিহার্য ইবাদতের জন্য নিজেকে সঠিক ভাবে প্রস্তুত করে নিতে পারবেন।
যাকাতের সর্বোত্তম প্রয়োগ পদ্ধতি হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কর্তৃক সূচিত ও পরিচালিত প্রয়োগ পদ্ধতি। তিনি কিভাবে যাকাতের সূচনা করলেন এবং কি উপায়ে তিনি এটিকে এগিয়ে নিলেন এবং তাঁর সময়ে কি পদ্ধতিতে যাকাত মুসলিম সমাজে কার্যকর রূপ পরিগ্রহ করেছে এবং তাঁর জীবদ্দশায় সাহাবায়ে কিরামের (রাঃ) মাঝে যাকাত কোন পর্যায়ে উন্নীত হয়েছিল, সেসব কিছু জানা এবং সবাইকে তা অবহিত করা আমাদের এই ওয়েবসাইটের অন্যতম প্রধান লক্ষ্য। পরবর্তীতে তাঁর অনুসারিরা কিভাবে যাকাতের অনুশীলন করেছেন তাও আমরা এখানে তুলে ধরতে চেষ্টা করবো।
যাকাতের প্রয়োগ পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে, যাকাত কোন কি প্রকার সম্পদের উপর প্রদেয় হয়, কি পরিমাণ সম্পদের উপর আরোপিত হয়, কি হারে দিতে হয় , কোন সময়ে কাদের উপর বাধ্যতামূলক হয়, কারা এর হকদার হন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানা। আমাদের উপস্থাপিত বই, নিবন্ধ, ওডিও/ভিডিও ইত্যাদির মাধ্যমে এ সমস্ত বিষয়াদি বিশদভাবে জানানোর চেষ্টা করা হবে। এছাড়া আমাদের কাছে সরাসরি প্রশ্ন পাঠালেও আমরা তার জবাব দেয়ার চেষ্টা করবো। উপরন্তু আমাদের এই সাইটে একটি যাকাত ক্যালকুলেটারও থাকছে। এটি ব্যবহার করে সহজে যাকাত হিসাব করা সম্ভবপর হবে। যাকাত হিসাব করার জন্য আরও দুইটি প্রয়োজনীয় উপাদান হচ্ছে সোনা-রূপার বর্তমান বাজারদর এবং ইসলামী বর্ষপঞ্জি। আমাদের এই ওয়েবসাইটে এই দুইটি বিষয়ও অন্তর্ভূক্ত থাকছে, যা সময়ের চাহিদামত আপডেট করা হবে।
যাকাতের প্রয়োগ সম্পর্কিত আরও একটি দিকে আমরা কাজ করতে চাই। আর তা হচ্ছে, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান কর্তৃক পরিচালিত যাকাত বিষয়ক নানা কার্যক্রমের সচিত্র/লেখচিত্র প্রতিবেদন প্রকাশ করা। এতে করে আমরা প্রতিভা বিনিময়ের মাধ্যমে উপকৃত হব এবং আমাদের যাকাত বিষয়ক জ্ঞান ও প্রয়োগ চর্চাকে আরও উন্নত এবং কার্যকর করতে সমর্থ হব। এখানে উল্লে¬খ্য যে, যাকাত সংগ্রহ ও বণ্টন সক্রান্ত ব্যাপারে কোন ধরনের পরামর্শ বা সহযোগিতার প্রয়োজন হলে আমরা সানন্দে তা প্রদানের চেষ্টা করবো। অনেক সময় বিপদগ্রস্ত লোক সম্ভাব্য যাকাতদাতা খোঁজেন; আর অনেক সময় হয়তো কোন যাকাতদাতা উপযুক্ত যাকাত গ্রহিতার সন্ধান চান। এসব ক্ষেত্রে আমাদেরকে আপনার চাহিদার কথা জানালে আমরা উভয়পক্ষের মধ্যে যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করতে সাধ্যমত চেষ্টা করবো।
সার্বিক তত্ত্বাবধানে
সৈয়দ হাম্মাদুল করীম
hammad@zakatpromotion.org
আপনার মূল্যবান পরামর্শ অথবা মতামত জানাতে