যাকাত একটি অতি গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় এর তাত্ত্বিক ও ব্যবহারিক বিষয়াদি জানার উদ্দেশ্যে অনেকেরই অনেক প্রশ্ন থাকা স্বাভাবিক।উপরন্তু বিষয় ভিত্তিক প্রশ্ন-উত্তর কোন বিষয়ের জ্ঞান অর্জনের ক্ষেত্রে একটি কার্যকর পদ্ধতি। এই কথাগুলো বিবেচনায় রেখে আমরা আমাদের ওয়েবসাইটের এই অংশে যাকাত বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দানের ব্যবস্থা রেখেছি। প্রশ্ন প্রাপ্তির পর যথাসম্ভব স্বল্প সময়ের মধ্যে উত্তর দেয়ার চেষ্টা করা হবে। প্রশ্ন নির্দিষ্ট এবং সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয়। একসাথে অধিক সংখ্যক প্রশ্ন করা থেকে বিরত থাকুন। কেবল যাকাত বা যাকাত সংশ্লিষ্ট বিষয়ের উপর কোন প্রশ্ন পাওয়া গেলে তবেই কেবল এখানে তা উত্তরের জন্য বিবেচিত হবে। উত্তরগুলো আমরা আমাদের প্যানেলভুক্ত বিবেষজ্ঞ আলিমদের কাছ থেকে সংগ্রহ করে থাকি। আমাদের প্রদত্ত কোন উত্তরের ব্যপারে ভিন্নমত থাকলে তা আমাদেরকে জানাতে পারেন। সেই অনুযায়ী আমরা আমাদের উত্তর প্রয়োজনে সংশোধন করবো অথবা আমরা আপনার বক্তব্য আলাদা ভাবে এখানে তুলে ধরবো। আপনার প্রশ্ন নিচের বক্সে লিখুন। অনুগ্রহপূর্বক, আপনার নাম-ঠিকানা এবং মোবাইল নং / ইমেইল অ্যাড্রেস দিন:
প্রশ্ন ও উত্তর সমূহ
প্রশ্ন ০৪: আমার ভাই একজন ঋণগ্রস্ত ব্যক্তি, তার একটি সন্তান প্রতিবন্ধী, কিন্তু সে চাকরি করেন, যা আয় করেন তার সম্পূর্ণ প্রায় ব্যয় করেন, তার বসতভিটা বিক্রি করা ছাড়া ঋণ পরিশোধের কোন ব্যবস্থা নাই এক্ষেত্রে আমি তাকে যাকাতের টাকা দিতে পারব কিনা? অনুগ্রহ করে জানাবেন। মোঃতৌফিক, ই-মেইল:mdtoufikjaman@gmail.com
উত্তর: আপনার ভাই যদি বনু হাশিম তথা সৈয়দ বংশীয় না হয়ে থাকেন এবং তার উপর যদি যাকাত ফরয না হয়ে থাকে তাহলে আপনি তাকে যাকাত
প্রশ্ন ০৩: আমি একজন চাকরিজীবী। আমার ব্যাংকে এক লাখ টাকা আছে । এছাড়াও আমি প্রতি মাসে ডিপিএসএ ২ হাজার টাকা রাখি । তাছাড়া আমার প্রতি মাসে আরো কিছু টাকা হাতে থাকে । আমার প্রশ্ন হলো, আমি যাকাতের হিসাবটা কিভাবে করবো ? কত টাকার উপর করবো? আমি একটা সহজ হিসাব করতে চাই, সেটা হলো:- মনে করেন, আমি রমজান মাসে যাকাত দিতে চাই, এই রমজানে আমার কাছে যত টাকা আছে সব টাকার যাকাত দেবো। হোক সেটা আমি গত মাসের বেতন থেকে রেখেছি । আবার, এই রমজান থেকে পরবর্তি রমজান পর্যন্ত প্রতি মাসে যা আসবে তা এবং এই বছরের উদ্ধৃত যোগ করে যাকাত দেবো । নিয়মটা যদি শরিয়া সম্মত না হয়, দয়া করে বুঝিয়ে দিবেন…. (প্রতি মাসের জমা টাকা এক বছর পর পর প্রতি মাসে মাসে হিসাব রাখা কষ্টকর মনে হয়, কারন প্রতি মাসের ১০ -১৫ হাজার টাকার হিসাব মনে নাও থাকতে পারে) কৃতজ্ঞ থাকবো।
উত্তরঃ- অন্যের গচ্ছিত আমানত বা বন্ধকী মাল আপনার হেফাজতে থাকলে, বা আপনার কাছে কারো পাওনা অর্থ/সম্পদ (তা ঋণ, বাসাভাড়া, বিদ্যুতবিল, গ্যাসবিল, দোকানবাকী ইত্যাদি যে প্রকারেরই
প্রশ্ন 0২: আমরা চার ভাই মাবাবার সাথে যৌথ ফ্যামিলিতে। বাবার ২০লাখ টাকা ঋণ আছে। ঐ ঋণ দাতা আমরা চার ভাই। ভাইদের মধ্যে আমার ব্যক্তিগত বিশ লাখ টাকা আছে। এই বিশ লাখ টাকা ঘর করার জন্য ব্যাংকে রেখেছি। ভাইদের প্রত্যেকের কাছে ব্যক্তিগত কমবেশ কিছু থাকতে পারে, সেটা কেউ কারোটা জানা নাই। আমি কিভাবে যাকাত হিসাব করব?
উত্তর: আপনার পিতা জীবিত থাকাবস্থায় তার ঋণের কারণে আপনার যাকাতের হিসাবে তারতম্য হবে না। তবে আপনার পিতার মৃত্যুর পরে নিম্নবর্ণিত তিনটি অবস্থার মধ্যে যে অবস্থাটি আপনার
প্রশ্ন ০১: উশর দেওয়ার পরও কি ঐ সম্পাদের আবার যাকাত দিতে হবে?
উত্তর: ফসলের উশর আদায়ের পরে অবশিষ্ট ফসলের যাকাত দিতে হয়না। তবে অবশিষ্ট ফসল বিক্রি করলে বিক্রয়লব্ধ অর্থ মূলধনে যুক্ত হবে এবং তাদ্বারা নেসাব পূর্ণ হলে