যাকাত সম্প্রসারণ কার্যক্রম

২২তম অনলাইন আলোচনা:- যাকাতের নিসাব: স্বর্ণ ও রৌপ্যের ব্যবধান। তারিখ: ১৫সেপ্টেম্বর,২০২৩খ্রিঃ, জুম’আবার রাত ০৯.০০ টা (বাংলাদেশ সময়)।

২২তম অনলাইন আলোচনা:- যাকাতের নিসাব: স্বর্ণ ও রৌপ্যের ব্যবধান।
তারিখ: ১৫সেপ্টেম্বর,২০২৩খ্রিঃ, জুম’আবার
রাত ০৯.০০ টা (বাংলাদেশ সময়)।
আলোচক
০১. ড. এ বি এম হিজবুল্লাহ
প্রফেসর, আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, ইসলামি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
০২. ড. রফিকুল ইসলাম আল মাদানী
খতিব, উত্তরা কেন্দ্রীয় জামে মসজিদ।
০৩. ড. শাফী উদ্দিন মাদানী
প্রফেসর, দাওয়াহ্ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম।
স্বাগত বক্তব্য
সৈয়দ হাম্মাদুল করীম
প্রতিষ্ঠাতা, যাকাত সম্প্রসারণ কার্যক্রম।
সঞ্চালক
জোবায়ের আল মাহমুদ
পরিচালক, কুরআনিক এরাবিক ইনস্টিটিউট।
লাইভ দেখুন এ পেইজ থেকে
যাকাত সম্প্রসারণ কার্যক্রম

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান