সৈয়দপুর ফাজিল মাদরাসায় ২৯/০১/২০২১ইং যাকাত সমিতি, সৈয়দপুর-সুনামগঞ্জ এর উদ্যোগে যাকাত সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জনাব মাওলানা সৈয়দ মুনসিফ আলী।
প্রধান অতিথি ছিলেন জনাব সৈয়দ হাম্মাদুল কারীম (তত্ত্বাবধায়ক, যাকাত সম্প্রসারণ কার্যক্রম)। সেমিনারে অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন- জনাব মাওলানা সৈয়দ আবু আলী (মুহতামিম, সৈয়দপুর দারুল হাদীস বালিকা মাদরাসা), জনাব সৈয়দ রেজওয়ান আহমদ (অধ্যক্ষ, সৈয়দপুর ফাজিল মাদরাসা), জনাব মাওলানা সৈয়দ মসরুর কাসেমী, (ইমাম ও খতীব, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসা মসজিদ), জনাব হাফেজ মাওলানা সৈয়দ ময়নূল ইসলাম (মুহাদ্দীস, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসা জামে মসজিদ), জনাব মাওলানা সৈয়দ অলিদ আহমদ (ইমাম ও খতীব, সৈয়দপুর ইশানকোনা জামে মসজিদ), জনাব হাফিজ সৈয়দ ওযায়রুল হক, জনাব মাওলানা সৈয়দ আশফাক হোসেন চৌধুরী, জনাব সৈয়দ ওবায়দুল হক, জনাব সৈয়দ কাওসার আহমদ, জনাব মোঃ নুরুজ্জামান, জনাব মির্জা দরস প্রমূখ।
সেমিনার আগামীতে এলাকার ধনাঢ্যদের উদ্ধুদ্ধু করতে একটা সেমিনার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।