যাকাত সম্প্রসারণ কার্যক্রম

জাকাত ফিতরার মাসায়েল জানতে ‘৩৩৩’ নম্বর

জাকাত পবিত্র রমজান মাস উপলক্ষে টেলিফোনে জরুরি মাসয়ালা-মাসায়েল জানার সেবা চালু করেছে সরকার।

যে কোনো মোবাইল অপারেটর থেকে ‘৩৩৩’ নম্বরে ডায়াল করে জানা যাবে নামাজ, রোজা, জাকাত ও ফিতরা সম্পর্কে বিভিন্ন মাসয়ালা-মাসায়েল। পাশাপাশি এই নম্বরে ফোন করে জানা যাবে সাহরি ও ইফতারের সময় সূচি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ‘এটুআই’ প্রোগ্রামের আওতায় রমজান মাসজুড়ে এ সেবা পাওয়া যাবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।

উৎস: নিজস্ব প্রতিবেদক,বাংলাদেশ প্রতিদিন
প্রকাশ : ২০/০৫/২০১৮

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান