যাকাত সম্প্রসারণ কার্যক্রম

প্রশ্ন ০১: উশর দেওয়ার পরও কি ঐ সম্পাদের আবার যাকাত দিতে হবে?

উত্তর: ফসলের উশর আদায়ের পরে অবশিষ্ট ফসলের যাকাত দিতে হয়না। তবে অবশিষ্ট ফসল বিক্রি করলে বিক্রয়লব্ধ অর্থ মূলধনে যুক্ত হবে এবং তাদ্বারা নেসাব পূর্ণ হলে যাকাত দিতে হয়।

তথ্যসূত্র:

মুফতি মুহাম্মদ ত্বকী  উসমানী প্রণীত ফাতাওয়া উসমানী, ২য় খণ্ড, উশর ও খারাজ অনুচ্ছেদ, পৃষ্ঠা নং ১২৭।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান