পর্যাপ্ত সংখ্যক না হলেও বাংলা ভাষায় যাকাত এবং যাকাত সংশ্লিষ্ট বিষয়ের উপর বেশ কিছু মৌলিক এবং অনুবাদ গ্রন্থ ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। আমরা তার বেশ কয়েকটিকে পিডিএফ আকারে এই সাইটে সন্নিবেশিত করেছি। আশা করি অচিরেই আমরা এ ধরনের প্রতিটি বই উপস্থাপন করতে পারবো। এতে করে যাকাতের ব্যাপারে আগ্রহী সকল পাঠক, লেখক এবং গবেষকের কাছে এটি একটি সমৃদ্ধ ই-গ্রন্থাগার হিসাবে প্রতিষ্ঠা পাবে। তাঁরা অতি সহজেই এই সাইটের মাধ্যমে তাঁদের প্রয়োজনীয় মান সম্মত রসদের যোগান পাবেন। যে কোন ব্যক্তি যাকাত বা যাকাত সংশ্লিষ্ট বিষয়ে লেখা তাঁর নিজের বা অন্য কারো বই এখানে উপস্থাপনের জন্য আমাদের কাছে পাঠাতে পারেন। তবে প্রকাশিত বিষয়বস্তু বা বক্তব্যের ব্যাপারে লেখক নিজে দায়ী থাকবেন। বইগুলো উপস্থাপনের ক্ষেত্রে আমরা সাধারণতঃ সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর কোন অনুমতি নিচ্ছি না। তবে এখানকার কোন বই বিনা অনুমতিতে উপস্থাপনের ব্যাপারে সংশ্লিষ্ট স্বত্বাধিকারীর আপত্তি থাকলে আমাদেরকে তা অবগত করলে বাধিত হবো। আমরা কারও স্বত্বাধিকার লঙ্ঘণ না করেই আমাদের এই সাইটকে সমৃদ্ধ করতে চাই।
বই সমূহ
সকল বই এর লিস্ট একসাথে দেখতে এইখানে ক্লিক করুন।