উত্তরঃ- নিসাব বা তদূর্ধ পরিমাণ সম্পদে চান্দ্র বৎসর পূর্ণ হওয়ার পর প্রতি বৎসরই যাকাত দিতে হয়। যে সম্পদে এক চান্দ্র বৎসর পূর্ণ হয়নি, তাতে যাকাত দিতে হয় না। এক্ষেত্রে যাকাত আদায়ের সুবিধার্থে হিজরী সনের যে কোন একটি তারিখে প্রতি বৎসর যাকাতের হিসাব করে নেওয়া উচিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এক বৎসর পূর্ণ হওয়ার আগে কোন সম্পদে যাকাত নেই। (আবু দাঊদ)
-
(১) ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৬৮-৭০।
(২) ফাতাওয়ায়ে উসমানী, ২য় খন্ড, পৃষ্ঠা-৭১।