যাকাত সম্প্রসারণ কার্যক্রম

৮নং প্রশ্নঃ- গত বছর যে সম্পদের উপর যাকাত দেওয়া হয়েছে, এ বছর সে টাকা/সম্পদের উপর যাকাত দিতে হবে? এম.এইচ.মনির-ফেইসবুক পেইজ।

উত্তরঃ- নিসাব বা তদূর্ধ পরিমাণ সম্পদে চান্দ্র বৎসর পূর্ণ হওয়ার পর প্রতি বৎসরই যাকাত দিতে হয়। যে সম্পদে এক চান্দ্র বৎসর পূর্ণ হয়নি, তাতে যাকাত দিতে হয় না। এক্ষেত্রে যাকাত আদায়ের সুবিধার্থে হিজরী সনের যে কোন একটি তারিখে প্রতি বৎসর যাকাতের হিসাব করে নেওয়া উচিত। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, এক বৎসর পূর্ণ হওয়ার আগে কোন সম্পদে যাকাত নেই। (আবু দাঊদ)

  1. (১) ফাতাওয়ায়ে দারুল উলূম দেওবন্দ ৬ষ্ঠ খন্ড, পৃষ্ঠা-৬৮-৭০।
    (২) ফাতাওয়ায়ে উসমানী, ২য় খন্ড, পৃষ্ঠা-৭১।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান