যাকাত সম্প্রসারণ কার্যক্রম

৭ম -যাকাত ফেয়ার

ইসলামের একটি ফরজ ইবাদাত হওয়া সত্ত্বেও অধিকাংশ মুসলিমদের মাঝেই যাকাতের ধারণাটা ধোঁয়াশাচ্ছন্ন।

কত টাকা হলে আমার উপর যাকাত ফরজ হবে? কতদিন আমার কাছে টাকা জমা থাকতে হবে? কিংবা যাকাতের টাকা হিসেব-ই বা করব কীভাবে? এ জাতীয় প্রশ্ন প্রায় অধিকাংশ যাকাত প্রদানকারীর মাঝেই কাজ করে। অজ্ঞতাবশত তো অনেককে যাকাত প্রদানে অনীহা প্রকাশ করতেও দেখা যায়। এসব সমস্যা নিরসনে “যাকাত ফেয়ার”-কে একটি ক্ষুদ্র প্রয়াস বলা যেতে পারে।

আগামী মে মাসের ৪ তারিখে হতে যাওয়া এই ফেয়ারে থাকছে দেশ বরণ্যে ‘আলিমদের লেকচার, যা থেকে যাকাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে ইন শা আল্লাহ। আর এরপরও যদি মনে কোনও প্রশ্ন বা সংশয় তৈরি হয় তবে এর উত্তর জেনে নেওয়া যাবে আলিমদের কাছ থেকেই– প্রশ্নোত্তর পর্বে। যাকাত কাকে বা কোথায় দিবেন তা নিয়ে সংশয়? থাকছে- কনসালটেশান ডেস্ক।

যাকাত ফেয়ারে আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করছি।

উৎস: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান