যাকাত সম্প্রসারণ কার্যক্রম

৩১তম অনলাইন আলোচনা:যাকাত-শিক্ষা সম্প্রসারণের সম্ভাব্য পদ্ধতি।তারিখ: ২০সেপ্টেম্বর,২০২৪ খ্রি, জুম’আ বার, রাত ০৯.০০ টা (বাংলাদেশ সময়)।

৩১তম অনলাইন আলোচনা:যাকাত-শিক্ষা সম্প্রসারণের সম্ভাব্য পদ্ধতি।

তারিখ: ২০সেপ্টেম্বর,২০২৪ খ্রি, জুম’আ বার, রাত ০৯.০০ টা (বাংলাদেশ সময়)

আলোচক

জনাব আরিফুল ইসলাম অপু
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস ডিপার্টমেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়।

জনাব মো: মোসলেহ উদ্দিন
ভাইস প্রেসিডেন্ট,
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এজেন্ট ব্যাংকিং ডিভিশন, প্রধান কার্যালয়, ঢাকা।

জনাব মোঃ মহিউদ্দিন হিমেল
ফেলো, একাউন্টিং এন্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফাইনান্সিয়াল ইন্সটিটিউশন (AAOIFI)

স্বাগত বক্তব্য
সৈয়দ হাম্মাদুল করীম
প্রতিষ্ঠাতা, যাকাত সম্প্রসারণ কার্যক্রম।

সঞ্চালক
লুৎফুর রহমান ভূঁইয়া শিক্ষক, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল উত্তরা

লাইভ দেখুন এ পেইজ থেকে
https://www.facebook.com/onlinezakatpromotion

যাকাত সম্প্রসারণ কার্যক্রম।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান