যাকাত একটি ফরয ইবাদাত;
যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় ও পবিত্র হয়
যাকাত সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম)-এর উদ্যোগে আগামী ২৪ ও ২৫ মার্চ
বৃহষ্পতি ও শুক্রবার অনুষ্ঠিত হবে ১০ম যাকাত ফেয়ার ২০২২।
দেশ-বিদেশের বিশিষ্ট ইসলামিক স্কলার, অর্থনীতিবিদ ও শিক্ষাবিদসহ সমাজের গুণীজন যাকাত ফেয়ারের বিভিন্ন অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানগুলো সরাসরি দেখতে চোখ রাখুন সিজেডএম-এর ফেসবুক পেইজে
https://www.facebook.com/czm.org