উত্তরঃ- আসসালামু আলাইকুম।
আপনার প্রশ্নে বর্ণিত ২২ ক্যারেট সোনার বর্তমান বাজার মূল্য প্রতি ভরি ৭১,৪৪২ টাকা। সেই হিসাবে, ২.২৫ ভরি সোনার মোট মূল্য ১,৬০,৭৪৫ টাকা+ নগদ ১,১০,০০০ টাকা+ পাওনা ৩,৯০,০০০ টাকা+ সমিতিতে ১০,০০০ টাকা; সর্বমোট ৬,৭০,৭৪৫ টাকা থেকে দেনা ৪৫,০০০ টাকা বাদ দিয়ে আপনার নেসাবের (অর্থাৎ, যাকাতযোগ্য সম্পদের) পরিমাণ দাঁড়ায় ৬,২৫,৭৪৫ টাকা।
গত এক চান্দ্র বৎসর আগে অর্থাৎ, ১৪৪১ হিজরী সনের ১লা যিলহজ্ব (২৩/০৭/২০ইং) তারিখে যদি আপনার কাছে উপরিবর্ণিত (৬,২৫,৭৪৫) টাকার সমপরিমাণ সম্পদ বা তার চেয়ে বেশী পরিমাণ সম্পদ থেকে থাকে তাহলে এক চান্দ্র বৎসর পূর্ণ হওয়ার পর ১৪৪২ হিজরী সনের ১লা যিলহজ্ব (সম্ভবতঃ ১২/০৭/২১ইং) তারিখ আপনার উপর উক্ত (৬,২৫,৭৪৫) টাকার শতকরা আড়াই ভাগ হারে মোট ১৫,৬৪৪ টাকা যাকাত ফরয হয়। তবে ১৪৪১ হিজরী সনের ১লা যিলহজ্ব (২৩/০৭/২০ইং) তারিখে যদি আপনার কাছে উপরিবর্ণিত (৬,২৫,৭৪৫) টাকার চেয়ে কম পরিমাণ সম্পদ থেকে থাকে তাহলে এক চান্দ্র বৎসর পূর্ণ হওয়ার পর ১৪৪২ হিজরী সনের ১লা যিলহজ্ব (সম্ভবতঃ ১২/০৭/২১ইং) তারিখ আপনার উপর উক্ত কম পরিমাণ টাকার শতকরা আড়াই ভাগ হারে টাকা যাকাত ফরয হয়। কারণ, যাকাতযোগ্য সম্পদ মালিকের কাছে পূর্ণ এক চান্দ্র বৎসর স্থিত থাকার পর যাকাত ফরয হয়। উল্লেখ্য, আপনার ভবিষ্যৎ তহবিলের (প্রভিডেন্ট ফান্ডের) টাকা যখন হাতে পাওয়া যাবে তখন নেসাবে যুক্ত হবে, এখন নয়।
বিশেষ দ্রষ্টব্য ঃ- প্রতি বৎসর যাকাত আদায়ের সুবিধার্থে এখানে হিজরী সনের ১লা যিলহজ্ব তারিখকে বৎসর আরম্ভ হওয়ার তারিখ হিসাবে নির্ধারণ করা হয়েছে। হিজরী সনের যে কোন তারিখকে বৎসর আরম্ভ হওয়ার তারিখ হিসাবে গণ্য করতে বাঁধা নেই; তবে বৎসর পূর্ণ হওয়ার বিষয়টির প্রতি লক্ষ্য রাখতে গেলে প্রতি বৎসর একই তারিখকে বৎসর আরম্ভ হওয়ার তারিখ হিসাবে গণ্য করা আবশ্যক। ওয়াল্লাহুল মুস্তা‘আনু বিস্সাওয়াব।
জবাবদাতা
সৈয়দ ফওয়াদুল জওয়াদ
তারিখ-০৯/০৭/২১ইং