যাকাত সম্প্রসারণ কার্যক্রম

রাজধানীর গুলশান শুটিং ক্লাব প্রাঙ্গণে শুক্রবার থেকে ২ দিনব্যাপী যাকাত মেলা-২০১৮ শুরু

দারিদ্র্য ও অর্থনৈতিক বৈষম্য নিরসনে যাকাত হচ্ছে একটি কার্যকরী ব্যবস্থা। সঠিকভাবে যাকাত দিন, নিজের সম্পদ পবিত্র করুন। যাকাত সম্পর্কে বিস্তারিত জানতে যাকাত মেলায় আসুন।

মেলায় যা যা থাকছে :

যাকাত বিষয়ক পরামর্শ সেবা
নারীদের জন্যে প্রশ্নোত্তর অধিবেশন
যাকাত ভিত্তিক কর্মসূচির স্টল
আলোচনা সভা
গোলটেবিল বৈঠক
বই ও হিজাব স্টল
প্রামাণ্যচিত্র প্রদর্শনী

স্থান: বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন (শুটিং ক্লাব), গুলশান ১, ঢাকা

তারিখ: ১১-১২ মে ২০১৮ (সকাল ৯.০০ তা থেকে বিকাল ৬:৩০)

মেলা সকলের জন্য উন্মুক্ত।

আয়োজনে: সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সি.জেড.এম)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান