বিডি প্রতিদিন/এ মজুমদার
তারিখঃ ২১ মে, ২০২০ ১৩:২৪
মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা:
এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশন কুমিল্লার উপ-পরিচালক সরকার সারোয়ার আলম বলেন, কুমিল্লার ধর্মপ্রাণ মুসলিমদের সহযোগিতায় কুমিল্লা কার্যালয় প্রতি বছরই যাকাত আদায়ে শীর্ষে থাকে। জেলা যাকাত বোর্ডের প্রদান জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় এ যাকাত আদায় হয়ে থাকে। উপজেলা প্রশাসন ও সরকারি অফিসারবৃন্দ এ কাজে সহযোগিতা করেন। ইফার নিয়মানুযায়ী আদায়কৃত যাকাত অর্থের ৭০% কুমিল্লা জেলার জন্য রাখা হয়। যা যাকাতে সুনির্দিষ্ট খাতে এ অর্থ ব্যয় করা হয়। বাকি ৩০% সরকারি খাতে জমা দেওয়া হয়। এ টাকা এতিম শিশুদের শিক্ষার কাজে ব্যয় করা হয়। অন্য বছরের তুলনায়, চলতি বছরের চিত্র ভিন্ন। আমরা মোবাইল ফোন, ই-মেইল ও চিঠির মধ্যে উপজেলা প্রশাসন ও যাকাত দাতাদের সাথে যোগাযোগ করছি। কুমিল্লায় ১১ হাজারের অধিক মসজিদ রয়েছে। ইমাম সাহেবদের সহযোগিতা চেয়েছি। করোনার কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা মন্দা। ফলে এ বছর ধনিদের আরও বেশি উৎসাহিত হয়ে যাকাত প্রদান করা দরকার। আমরা আশা করি, কুমিল্লাবাসীর সহযোগিতা পেলে ২০২০ সালেও যাকাত আদায়ে শীর্ষ স্থানে থাকবে কুমিল্লা।