উত্তর: আপনার ভাই যদি বনু হাশিম তথা সৈয়দ বংশীয় না হয়ে থাকেন এবং তার উপর যদি যাকাত ফরয না হয়ে থাকে তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। শুধু তাই নয়, বরং অন্যদের তুলনায় সে অগ্রগণ্য। –মাওলানা মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহি (রহ.) প্রণীত ফাতাওয়ায়ে মাহমুদিয়ার ৯ম খন্ডের ৫৪০ পষ্ঠায় যাকাতের খাতসমূহ অধ্যায়ে বর্ণিত ৪৬৪৭-৪৮ নং জিজ্ঞাসার জবাবে এ রকমই বলা হয়েছে।