যাকাত সম্প্রসারণ কার্যক্রম

প্রশ্ন ০৪: আমার ভাই একজন ঋণগ্রস্ত ব্যক্তি, তার একটি সন্তান প্রতিবন্ধী, কিন্তু সে চাকরি করেন, যা আয় করেন তার সম্পূর্ণ প্রায় ব্যয় করেন, তার বসতভিটা বিক্রি করা ছাড়া ঋণ পরিশোধের কোন ব্যবস্থা নাই এক্ষেত্রে আমি তাকে যাকাতের টাকা দিতে পারব কিনা? অনুগ্রহ করে জানাবেন। মোঃতৌফিক, ই-মেইল:mdtoufikjaman@gmail.com

উত্তর: আপনার ভাই যদি বনু হাশিম তথা সৈয়দ বংশীয় না হয়ে থাকেন এবং তার উপর যদি যাকাত ফরয না হয়ে থাকে তাহলে আপনি তাকে যাকাত দিতে পারবেন। শুধু তাই নয়, বরং অন্যদের তুলনায় সে অগ্রগণ্য। –মাওলানা মুফতী মাহমুদ হাসান গাঙ্গুহি (রহ.) প্রণীত ফাতাওয়ায়ে মাহমুদিয়ার ৯ম খন্ডের ৫৪০ পষ্ঠায় যাকাতের খাতসমূহ অধ্যায়ে বর্ণিত ৪৬৪৭-৪৮ নং জিজ্ঞাসার জবাবে  এ রকমই বলা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান