যাকাত সম্প্রসারণ কার্যক্রম

নাটোরে দুস্থদের মাঝে সরকারি যাকাত তহবিলের অর্থ বিতরণ।

ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালয়ের উদ্যোগে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সরকরি যাকাত তহবিলের অর্থ বিতরণ করা হয়। আজ সকালে এসব বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাটোর জেলার দুস্থ ব্যক্তিদের হাতে যাকাতের অর্থের চেক তুলে দেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাদিম সারোয়ার। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নাটোর জেলা কার্যালের উপপরিচালক মোঃ আবুল কাশেম।

উল্লেখ্য, আজ জেলার ৩৪ জন দুস্থ ব্যক্তি, নওমুসলিম, গরীব শিক্ষার্থী ও অসুস্থ ব্যক্তির মাঝে সরকারি যাকাত তহবিলের ২ লক্ষ ১০ হাজার টাকা বিতরণ করা হলো।

উৎসঃবিডি প্রতিদিন/হিমেল
প্রকাশ : ৩১ জানুয়ারি, ২০২১

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান