ঢাকায় দুই দিনব্যাপী যাকাত ফেয়ার অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক,দৈনিক আলোকিত বাংলাদেশ।
০০:০০, ০৪ মার্চ, ২০২৪
‘মেকিং এ ডিফরেন্স উইথ যাকাত’- এ প্রতিপাদ্য নিয়ে ঢাকার তেজগাঁও লিংক রোডস্থ আলোকি কমিউনিটি সেন্টারে দ্বাদশ যাকাত ফেয়ার-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট অর্থনীতিবিদ, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান গত শনিবার বেলা ১১টায় ফেয়ার উদ্বোধন করেন।
সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট (সিজেডএম) আয়োজিত এ ফেয়ারের উদ্দেশ্য হচ্ছে সংগঠিত ও পরিকল্পিত উপায়ে যাকাত প্রদান, যাকাত সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ এবং দারিদ্য বিমোচন সংক্রান্ত বিভিন্ন সংস্থার অভিজ্ঞতা বিনিময়।
‘সিজেডএমণ্ডএর যাকাত-ভিত্তিক কর্মসূচি : দারিদ্র্য বিমোচনের জন্য একটি অগ্রগামী উদ্ভাবন’ শীর্ষক উদ্বোধনী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে ড. হোসেন জিল্লুর রহমান বলেন, ‘আর্থিক ক্ষমতায়ন শুধুমাত্র অন্তর্ভুক্তি নয়, এটা সিজেডএমণ্ডএর দারিদ্র্য বিমোচন তথা, জীবিকা প্রকল্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক। আমি মনে করি সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের কর্মকাণ্ড বিশ্ব পরিসরে আরো জোরালোভাবে নিয়ে যাওয়া সম্ভব। বিশেষ করে ধারণাগত চিন্তার জায়গায়।’
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও সিজেডএমের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ আইয়ুব মিয়া। ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমিরেটাস অধ্যাপক ড. শাহজাহান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মাদ আবদুর রউফ, সিএসপিএস এর নির্বাহী পরিচালক ড. মিজানুর রহমান; পিকেএসএফের উপব্যবস্থাপনা পরিচালক ড. ফজলে রাব্বি সাদেক আহমেদ, বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আব্দুল আউয়াল সরকার, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্টের শরিয়াহ সুপারভাইজারি বোর্ডের সদস্য প্রফেসর মোখতার আহমেদ। স্বাগত বক্তব্য দেন যাকাত ফেয়ার আয়োজক কমিটির আহবায়ক ও বাংলাদেশ সরকারের সাবেক সচিব আরাস্তু খান।
একই দিন বিকাল ৩টায় মহিলাদের নিয়ে ‘সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ’ শীর্ষক একটি বিশেষ সেমিনার ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
ফেয়ারের দ্বিতীয় দিন গতকাল রোববার বেলা ১১ ঘটিকায় বরেণ্য ইমাম ও খতিবদের নিয়ে ‘মানব কল্যাণে যাকাত, উশর এবং ওয়াকফের গুরুত্ব’ শীর্ষক আরেকটি সেমিনার এবং বিকাল ৩টায় ‘সম্পদ ও আত্মার পরিশুদ্ধতায় যাকাত ও সাদাকাহ’ শীর্ষক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরীর সঞ্চালনায় ওই গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইকোনমিক রিসার্চ গ্রুপের চেয়ারম্যান অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন খুলনা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিমউদ্দিন আহমেদ। এছাড়া এতে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ, চিন্তাবিদ ও নাগরিকরা অংশ নেন।
যাকাত ফেয়ারে থাকছে বিভিন্ন যাকাত ও দাতব্য সংস্থা, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স ও বিভিন্ন প্রকাশনীর স্টল। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে যাকাতের সঠিক হিসাব নিরূপণ ও যাকাত সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদানের জন্য কনসালটেশন ডেস্ক। সর্বস্তরের জনগণ বিশেষ করে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, উন্নয়নকর্মী, শিক্ষাবিদ ও ব্যবসায়ীরা এ ফেয়ারে অংশগ্রহণ করেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টা পর্যন্ত ফেয়ার চলে। এবারের যাকাত ফেয়ারে স্পন্সর হিসেবে ছিল এক্সিম ব্যাংক, রহিম আফরোজ, কোহিনুর ক্যামিকেল, রহিম স্টিল, হজ ফাইনান্স, সাউথ ব্রিজসহ দেশের বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠান। ফেয়ারে মিডিয়া পার্টনার হিসেবে ছিল বাংলাভিশন, দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস এবং বণিক বার্তা।