উত্তর: ফসলের উশর আদায়ের পরে অবশিষ্ট ফসলের যাকাত দিতে হয়না। তবে অবশিষ্ট ফসল বিক্রি করলে বিক্রয়লব্ধ অর্থ মূলধনে যুক্ত হবে এবং তাদ্বারা নেসাব পূর্ণ হলে যাকাত দিতে হয়।
তথ্যসূত্র:
মুফতি মুহাম্মদ ত্বকী উসমানী প্রণীত ফাতাওয়া উসমানী, ২য় খণ্ড, উশর ও খারাজ অনুচ্ছেদ, পৃষ্ঠা নং ১২৭।