আনজুমানের যাকাত বিষয়ক সেমিনার কাল
দৈনিক জালালাবাদ,
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৪, ৮:৩৭:০৯ অপরাহ্
আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে ‘দারিদ্রতা বিমোচনে যাকাতের ভুমিকা’ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। উক্ত সেমিনার কাল সোমবার (৪ মার্চ) বিকেল ৪টায় নগরীর দরগা গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ কেমুসাসের শহীদ সুলেমান হলে অনুষ্ঠিত হবে।সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামিক স্কলার এটিএন বাংলার ভাইস প্রেসিডেন্ট শায়খ শাহ মুহাম্মদ ওয়ালিউল্লাহ। এছাড়া সেমিনারে সিলেটের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও ইসলামী চিন্তাবিদগণ বক্তব্য রাখবেন।
যথাসময়ে উপস্থিত থেকে সেমিনারকে সফল করার জন্য ধর্মপ্রাণ সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সভাপতি প্রফেসর মাওলানা সৈয়দ ইকরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন আহমদ। বিজ্ঞপ্তি