যাকাত সম্প্রসারণ কার্যক্রম

অনুষ্ঠিত হল দিনব্যাপী যাকাত প্রশিক্ষণ কর্মশালা ২০২৪

অনুষ্ঠিত হল দিনব্যাপী যাকাত প্রশিক্ষণ কর্মশালা ২০২৪

উৎস: আইএফএ কনসালটেন্সি

তারিখ:১১মার্চ, ২০২৪

গত দুই মার্চ আইএফএ কনসালট্যান্সির উদ্যোগে হিকমাহ ট্রিপ প্রযোজিত অরোরা স্পেশালিস্ট হসপিটালের সৌজন্যে টিসিবি অডিটোরিয়াম, কাওরানবাজার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী যাকাত প্রশিক্ষণ কর্মশালা । উক্ত কর্মশালায় ব্যবসায়ী, চাকরিজীবী, উলামা ও ছাত্রসহ নানা পেশার প্রায় চার শতাধিক মানুষ দেশের বিভিন্ন স্থান থেকে স্বশরীরে যুক্ত হন।

জাকাতের নানা প্রসঙ্গ নিয়ে দিনব্যাপী আলোচনা হয়। বিশেষত করপোরেট যাকাত, যাকাত অডিট, যাকাত ম্যানেজমেন্ট ও গভর্নেন্স নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। দুপুর পর্যন্ত দুটি সেসন ও বিকালে একটি সেসন মোট তিনটি সেশনে যাকাতের মৌলিক সকল দিক তরুণ বিজ্ঞ মুফতি সাহেবগণ তুলে ধরেছেন।

সেসনে ফাঁকে ফাঁকে ছিল প্রশ্নোত্তর ও কুইজ পর্ব। লাইভ কুইজ পদ্ধতি উপস্থিতিদেরকে এক ভিন্ন মাত্রার আনন্দ প্রদান করে। সব মিলিয়ে দিনব্যাপী কর্মশালাটি বেশ প্রাণবন্ত ছিল। তাছাড়া প্রোগ্রামটি আন্তর্জাতিক শারিয়াহ মানদণ্ড প্রণয়নকারী প্রতিষ্ঠান এ্যাওফি কর্তৃক  ২ঘণ্টা সিপিডি আওয়ার হিসেবে স্বীকৃত ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুহাদ্দিস ড. ওলিউর রহমান। তিনি বলেন ইসলামী অর্থনীতির নানা শাখা রয়েছে । এর মধ্যে অন্যতম একটি শাখা হলো জাকাত। জাকাতের খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা খুব একটা লক্ষ্য করা যায় না। তবে জাকাতের সামগ্রিক বিষয় নিয়ে আজকের প্রোগ্রামটি ছিল একেবারেই ব্যতিক্রম। জনপ্রিয় ইসলামি স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ জাকাত আদায়ের সচেতনতার দিকটি গভীরভাবে তুলে ধরেন। তিনি বলেন, সুন্দরভাবে জাকাত আদায় করতে পারা সৌভাগ্যের ব্যাপার। জাকাত থেকে বাঁচার জন্য ফন্দি-ফিকির করা কোনভাবেই কাম্য নয়। এ ছাড়াও অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড. মুহাম্মদ আব্দুল মান্নান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির রিসার্চ বিভাগের প্রধান আতিকুর রহমান খান খাদেম সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ইভেন্ট পার্টনার হিসাবে ছিল মুসলিম ওন্টরপ্রেইনারস কমিউনিটি। ,কো-স্পন্সর হিসাবে ছিল  বিনিয়োগ.আইও, হালাল ইনভেস্টমেন্ট, বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স লি.,হিজামা প্লানেট, সোপান, কুটুম্বিতা, সাবা সানাবিল ফাউন্ডেশন। নলেজ পার্টনার হিসাবে ছিল-মারকাযু ইকতিসাদিল ইসলামী (সেন্টার ফর ইসলামিক ইকনোমিকস স্টাডিস), আদল অ্যাডভাইজরী মালয়েশিয়া, আল-কলম ইসলামিক সেন্টার, আসলাফ একাডেমি, বিদ্যাপিঠ। ফুড পার্টনার বিফ ওয়ালা,প্লোমার্ট গিফট পার্টনার হিসাবে ছিল, নিরাময়, সেন্টার ফর যাকাত ম্যানেজমেন্ট ও আস-সুন্নাহ ফাউন্ডেশন।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি আবদুল্লাহ মাসুম বলেন, ‘ইসলামী অর্থনীতির অন্যতম সৌন্দর্য্য হল এই যাকাত। বর্তমান অর্থনীতির দুনিয়ায় সম্পদের সুষম বণ্টন  সবচেয়ে বড় মাথা ব্যাথার কারণ। অথচ এই যাকাতে রয়েছে এর সঠিক সমাধান। প্রবল দরিদতার সমাধান চলমান অর্থনীতি আজও করতে ব্যর্থ হচ্ছে। অথচ এর জন্য প্রয়োজন সম্পদের সম্পূর্ণ রূপান্তর। এই গুণ একমাত্র যাকাতে নিহিত।

’কর্মশালার সমাপনী বক্তব্যে আইএফএ কনসালট্যান্সির সহ-প্রতিষ্ঠাতা পরিচালক ড.মুফতি ইউসুফ সুলতান বলেন, ‘‘আজকের এ কর্মশালার মূল পয়েন্ট হলো সামনে থেকে আমাদের জাকাত যথাযথভাবে হিসাব করতে হবে, জাকাতের আলোচনা ছড়িয়ে দিতে হবে ও এমন প্রোগ্রাম ভবিষ্যতে আরো বেশি করতে হবে।’

অনুষ্ঠানে আইএফএ কনসালটেন্সি শরিআহ কনসালটেন্সি বিভাগের হেড মুফতি যুবায়ের আব্দুল্লাহ, সেন্টার ফর ইসলামিক ইকনোমিকস স্টাডিস এর সহকারি প্রধান মুফতি আহসানুল ইসলাম, আইএফএ কনসালটেন্সির রিসার্চার মুফতি আবু বকর নাবিল, মুফতি রাফি রিদওয়ান, মুফতি লুকমান হাসান, মুফতি মনজুরুল হাসানসহ একাধিক শারিয়াহ স্কলার ও মুফতিণ যাকাতের নানান প্রসঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। আলোচকদের মাঝে জনাব আশরাফুল আউয়াল চৌধুরীও ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ৮৭,২৪৭ ৭৪৮০
স্বর্ণ ২১ ক্যারেট ৮৩,২৮১ ৭১৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৭১,৩৮৪ ৬১২০
রৌপ্য ২১ ক্যারেট ১,৪৩৫ ১২৩
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান