যাকাত সম্প্রসারণ কার্যক্রম

যাকাত শিক্ষা

আমাদের এই ওয়েব সাইটের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে যাকাতের উপর একটি প্রশিক্ষিত জনগোষ্ঠী গড়ে তোলা। এই লক্ষ্যকে সামনে রেখে আমরা এখানে একটি অনলাইন কোর্স সন্নিবেশিত করেছি, যা মধ্যম মানের শিক্ষিত যে কোন বাংলা ভাষাভাষী মুসলিম সহজে সম্পন্ন করতে পারবেন। এই কোর্সটি একটি বহু নির্বাচনী প্রশ্ন ভিত্তিক বেসিক কোর্স, যার অধ্যায়গুলো যাকাতের প্রাথমিক স্তরের বিষয়বস্তু নিয়ে প্রণীত হয়েছে। যেহেতু, যাকাত কিছু শর্তসাপেক্ষে একটি আবশ্যকীয় ইবাদত, কাজেই প্রতিটি মুসলিম ভাই-বোনের, তিনি যাকাতদাতা হন আর না-ই হন, এই ইবাদতটির ব্যাপারে তার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। আমরা আশা করি, এই কোর্স সম্পন্নকারী প্রতিটি লোক নিজ জীবনে সঠিকভাবে যাকাতের চর্চা করতে পারবেন এবং অন্যকেও এ ব্যাপারে সহায়তা প্রদান করতে পারবেন। আমরা চাই, প্রত্যেক মুসলিম মা-বাবা নিজেরা এই কোর্সটি সম্পন্ন করতে সচেষ্ট হবেন এবং তাঁদের সন্তানদেরকেও তা করতে অনুপ্রাণিত করবেন। এতে করে আমাদের ভবিষ্যত প্রজন্ম সঠিক সময়ে সঠিক ভাবে যাকাত আদায় করতে সমর্থ হবে। বর্তমানে এই কোর্সটিতে দশটি অধ্যায় আছে। প্রত্যেক অধ্যায়ের সাথে পাঁচটি করে বহুনির্বাচনী প্রশ্ন আছে। সকল অধ্যায় মিলে ৬০% নম্বর পেলে একজন শিক্ষার্থী সফল বলে বিবেচিত হবেন এবং স্বয়ংক্রিয় ভাবে তিনি একটি সার্টিফিকেট পেয়ে যাবেন। আমরা কিছুসংখ্যক সফল শিক্ষার্থীকে তাদের আকর্ষণীয় ফলাফলের জন্যে পুরস্কৃত করার চেষ্টা করবো।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে নিচের বাটনগুলো ব্যবহার করতে পারেন।

ফেইসবুক
টুইটার
ইমেইল

স্বর্ণ এবং রৌপ্যের
বর্তমান বাজার মূল্য

আইটেমের নাম টাকা/ভরি টাকা/গ্রাম
স্বর্ণ ২২ ক্যারেট ১১২,৯০৮ ৯,৬৮০
স্বর্ণ ২১ ক্যারেট ১০৭,৭৭৬ ৯,২৪০
স্বর্ণ ১৮ ক্যারেট ৯২,৩৭৯ ৭,৯২০
রৌপ্য ২১ ক্যারেট ২,০০৭ ১৭২
উৎস / সূত্র: বাংলাদেশ জুয়েলার্স সমিতি

অনুসন্ধান